দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- সদ্য ১১ই আগস্ট শেষ হয়েছে প্যারিস অলিম্পিক্স। এই অলিম্পিক্সে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়েছে আইফেল টাওয়ারের ছবি লাগানো পদক। বিজয়ীদের এই পদক হল মহামূল্যবান। আর সেই মূল্যবান পদকেরই উঠে যাচ্ছে রং। সম্প্রতি এমনই এক অভিযোগ প্রকাশ্যে এসেছে।
অলিম্পিক্স শুরুর প্রথম সপ্তাহেই স্কেট বোর্ডিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমেরিকার স্কেটবোর্ডার নাইজা হিউস্টন। তারপর দশদিন কেটে গিয়েছে। আর এই সময়ের মধ্যেই উবে গেল ওই পদকের রং । যে উজ্জ্বলতা প্রথমে ছিল, সেটি আর নেই। বরং দিনের দিন সেটি কমে যাচ্ছে। সেই কথাই ভিডিও বার্তায় তুলে ধরেছেন এই মার্কিন অ্যাথলিক। তাতে প্যারিসের আয়োজকদের ট্যাগ করে লিখেছেন, আমার বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবা হোক। হিউস্টন ওই ভিডিওতে আরও বলেছেন, মাত্র এক সপ্তাহ হয়েছে আমি পদক পেয়েছি, হয়তো আরও কয়েকদিন বেশি। তারমধ্যে এটা আমার শরীরের সঙ্গেই ছিল। ঘামে ভিজেছে, আবার বন্ধুরাও নানাভাবে দেখেছে। কিন্তু একটা অলিম্পিক্স পদকের যা মান হওয়া উচিত, সেটি এমন নয়।
এই বিষয়টি নজরে এসেছে প্যারিসের আয়োজকদের। তারা ইমেলে ওই অ্যাথলিটকে লিখেছেন, কয়েকদিনের মধ্যেই ওই খারাপ হয়ে যাওয়া পদক প্রতিস্থাপিত করে দেওয়া হবে। এমনকী কোনও অ্যাথলিটের এমন অভিযোগ থাকলে তাঁরাও যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে। তাঁদেরও পদক নিয়ে ব্যবস্থা দেওয়া হবে।