Game

2 weeks ago

James Rodriguez:ফ্রি ট্রান্সফারে স্পেনের ক্লাব রায়ো ভাইয়োকানোতে যোগ দিয়েছেন কলম্বিয়ার এই প্লেমেকার

James Rodriguez
James Rodriguez

 

বার্সিলোনা, ২৭ আগস্ট : কোপা আমেরিকায় দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে স্প্যানিশ ফুটবলে ফিরলেন কলম্বিয়ার প্লে মেকার হামেস রদ্রিগেস। ফ্রি ট্রান্সফারে লা লিগার ক্লাব রায়ো ভাইয়োকানোতে যোগ দিয়েছেন তিনি। রদ্রিগেসকে দলে নেওয়ার খবরটি জানিয়েছে ভাইয়েকানো। তবে চুক্তির মেয়াদ সম্পর্কে কিছু জানানো হয়নি।

দ্বিতীয়বারের মতো স্পেনের মাদ্রিদের কোনও ক্লাবে যোগ দিলেন এই কলম্বিয়ার তারকা। এর আগে ২০১৪ থেকে ২০২০ পর্যন্ত রিয়াল মাদ্রিদে খেলেছিলেন তিনি।রিয়ালের জার্সিতে ১২৫টি ম্যাচ খেলেছিলেন তারকা এই মিডফিল্ডার।

You might also like!