Game

2 weeks ago

Gavaskar Trophy : শুক্রবার থেকে শুরু বর্ডার গাভাসকার ট্রফি, ভারতের সামনে কঠিন পরীক্ষা

Gavaskar Trophy
Gavaskar Trophy

 

শুক্রবার সকাল থেকেই শুরু হয়ে যাবে ভারত–অস্ট্রেলিয়ার যুদ্ধ। পাঁচটি টেস্ট ম্যাচ হবে এই সিরিজে। একটা টেস্ট সিরিজ এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সঙ্গে জড়িত l হারলেই বিপদ l ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে টিম ইন্ডিয়া এখন রীতিমতো চাপে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ হেরে গেলেই এবার আর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা নেইl তাই এবারের সিরিজ ভারতের কাছে ডু অর ডাই সিরিজ। তাছাড়া শুধু সিরিজ জিতলেই হবে না। সিরিজের অন্তত চারটি ম্যাচ জিততে না পারলে, ভারতকে অন্য দেশের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই এই সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে কঠিন সিরিজl

তার মধ্যে আবার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোহিত শর্মা ও শুভমন গিল প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারছেন না l টিম ইন্ডিয়া অধিনায়কের দ্বিতীয় সন্তান হওয়ার জন্য তিনি পার্থ টেস্ট খেলতে পারবেন না। আর শুভমান গিলও বুড়ো আঙুলের চোটের জন্য বাদ পড়েছেন প্রথম টেস্ট থেকেl তবে তাকে শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা হচ্ছে খেলানোর জন্যl এবার ভারতের স্কোয়াডে বেশ কিছু তরুণ খেলোয়াড় রয়েছে, যাঁদের আবার অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাই নেই। সেই কারণে দলের দায়িত্বটা এসে পড়েছে মূলত বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, কেএল রাহুলের মত সিনিয়রদের ওপর। তাছাড়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ভারত এবার পাবে নতুন অধিনায়ক জসপীত বুমরাকে। বুমরা কেমন অধিনায়কত্ব করেন সেটা এখন দেখারl

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট স্কোয়াড :

ভারতীয় স্কোয়াড :জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), সরফরাজ খান, বিরাট কোহলি, প্রসিধ কৃষ্ণ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), কেএল রাহুল , হর্ষিত রানা, অভিমন্যু ঈশ্বরন, শুভমান গিল, নীতীশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর।

অস্ট্রেলিয়া স্কোয়াড:প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), জশ হ্যাজলউড, ট্র্যাভিস হেড, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), উসমান খাজা, মারনাস লাবুসচেন, নাথান লিয়ন, মিচ মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক।

ভারত-অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের সময়সূচি:

**১ম টেস্ট : অস্ট্রেলিয়া-ভারত, পার্থ (সকাল ৭.৫০ থেকে), শুরু হবে ২২ নভেম্বর, চলবে ২৬ নভেম্বর পর্যন্ত।

**২য় টেস্ট : অস্ট্রেলিয়া-ভারত, অ্যাডিলেড (সকাল ৯.৩০ থেকে), শুরু হবে ৬ ডিসেম্বর, চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত।

**৩য় টেস্ট : অস্ট্রেলিয়া-ভারত, ব্রিসবেন (সকাল ৫:৫০ থেকে), শুরু হবে ১৪ ডিসেম্বর, চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।

**৪র্থ টেস্ট : অস্ট্রেলিয়া-ভারত, মেলবোর্ন (সকাল ৫টা থেকে), শুরু হবে ২৬ ডিসেম্বর, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

**৫ম টেস্ট : অস্ট্রেলিয়া-ভারত, সিডনি (সকাল ৫টা থেকে), শুরু হবে ৩ জানুয়ারি, চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।


You might also like!