নিউইয়র্ক, ৯ জুন: নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামের দর্শকরা আরও একটি অঘটন দেখতে পারতেন।কিন্তু মিলারের সৌজন্যে তা আর হলো না। দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের (৫৯*) বীরত্বে কোনোমতে ম্যাচ জিতেছে প্রোটিয়ারা।
নিউইয়র্কে নেদারল্যান্ডসকে ৪ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এদিন আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের তোপের মুখে ১০৩ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। জবাবে মাত্র ১২ রানে ৪ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ডেভিড মিলারের ব্যাটে ভর করে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায়।
ডাচদের পক্ষে কিংমা ও ফন বিক ২টি করে উইকেট শিকার করেন। একটি উইকেট শিকার করেন ডি লিডে।