Game

4 weeks ago

T20 series: টি-টোয়েন্টি সিরিজ: সল্টের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড

England beat West Indies with Salt's century
England beat West Indies with Salt's century

 

জটাউন, ১০ নভেম্বর : ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ হারার পর ইংল্যান্ড জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল। শনিবার রাতে প্রথম টি-টোয়েন্টিতে সল্টের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেল ইংল্যান্ড। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল সফরকারীরা।

ব্রিজটাউনে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১৮২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। সাকিব মাহমুদ ও আদিল রশিদের বোলিং তোপে এক সময় ১১৭ রানে ৮ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। পরে নবম উইকেটে ২৬ বলে ৪৯ রানের জুটি করে রোমারিও শেফার্ড ও গুদাকেশ মোতি ওয়েস্ট ইন্ডিজের রান ১৮২তে নিয়ে যায়। সাকিব ৩৪ রানে নেন ৪ উইকেট, আর আদিল রশিদ ৩২ নেন ৩ উইকেট পান।

১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তৃতীয় উইকেটে জ্যাকব বেথেলকে নিয়ে ১০৭ রানের অপরাজিত জুটি করেন তিনি। সল্ট ৫৪ বলে ১০৩ রান করে ইংল্যান্ডকে জয়ের রাস্তা দেখান। বেথেল ৩৬ বলে ৫৮ রানে অপরাজিত ছিলেন।ম্যাচ সেরা হয়েছেন ফিল সল্ট। ব্রিজটাউনেই সিরিজের দ্বিতীয় ম্যাচ হবে রবিবার।

You might also like!