Game

1 year ago

Surya Kumar : সূর্য কুমারের দাপটে আইসিসি-র ক্রমতালিকায় পতন পাক অধিনায়কের, শীর্ষে রিজওয়ানই

Surya Kumar
Surya Kumar

 

দুবাই  : টি-২০ ফরম্যাটে ব্যাটারদের ক্রমতালিকা প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আর সেই তালিকায় অনেকটাই উপরে উঠে এসেছেন সূর্যকুমার যাদব। আর তিনি উঠে আসায় এক ধাপ নেমে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজম।

টি-২০ ফরম্যাটে সূর্যকুমার যাদব ভাল ব্যাট করে থাকেন। যে কোনও মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন তিনি। ঘরোয়া ক্রিকেটে স্কাই বলেই পরিচিত সূর্যকুমার যাদব। এশিয়া কাপে সূর্যকুমার যাদব নজর কাড়েন। গত কাল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে সূর্যর ব্যাটে গনগনে তেজ দেখা গিয়েছিল।

আজ বুধবার প্রকাশিত আইসিসি ক্রমতালিকায় দেখা যাচ্ছে টি-২০ ফরম্যাটে এক নম্বরে রয়েছেন মহম্মদ রিজওয়ান। তাঁর সংগৃহীত পয়েন্ট ৮২৫। এশিয়া কাপে রিজওয়ান আগাগোড়া ভাল ব্যাট করেছেন। ৭৯২ পয়েন্ট পেয়ে দু’ নম্বরে দক্ষিণ আফ্রিকার আইডেন মার্করাম। ৭৮০ পয়েন্ট পেয়ে সূর্যকুমার যাদব উঠে এসেছেন তিন নম্বরে। ভারতীয় ব্যাটার তিন নম্বরে পৌঁছে যাওয়ায় চারে চলে গিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। তাঁর সংগ্রহে ৭৭১ পয়েন্ট। সূর্যকুমার যাদব ছাড়া আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে অবশ্য নেই কোনও ভারতীয় ব্যাটার।


You might also like!