মুম্বই : আইসিসির বর্ষসেরা টি-২০ ক্রিকেটার হলেন সূর্যকুমার যাদব। এর আগে আইসিসির বর্ষসেরা দলেও ছিলেন তিনি।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ২০২২ সালে সাফল্যের শিখরে পৌঁছান সূর্যকুমার। গত বছর বেশিরভাগ সময়ই টি-২০ ক্রিকেটে ক্রমতালিকায় শীর্ষস্থানে থেকেছেন সূর্য। ২০২২ সালে ৩১ ম্যাচে ১১৬৪ রান করেছেন তিনি। মোট ৬৮টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৮৭.৪৩। তিনিই ছিলেন বছরের সর্বোচ্চ রান সংগ্রাহক। সব মিলিয়ে তিনি দুটি সেঞ্চুরি এবং ৯টি অর্ধশতরান করেন।
২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। মোট ২৩৯ রান করেছিলেন। স্ট্রাইক রেট ছিল ১৮৯.৬৮। গড় ছিল ৫৯.৭৫। সম্ভবত সেরা ইনিংসটা খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। বাকি ব্যাটাররা যখন দাঁড়াতে পারছিলেন না, পার্থে প্রোটিয়া পেসারদের সামনে কাঁপছিলেন, তখন ৪০ বলে ৬৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন সূর্য।