Game

3 weeks ago

Ole Gunnar Solskjaer :ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে জার্সি বদল সূর্য কুমারের

Ole Gunnar Solskjaer
Ole Gunnar Solskjaer

 

মুম্বই : ভারত সফরে এসেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন ফুটবলার ওলে সোল্কজায়ের। তিনি ভারতে এসে আইসিসির টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান সূর্য কুমার যাদবের সঙ্গে একটি অনুষ্ঠানে অনেকটা সময় কাটালেন। এই অনুষ্ঠানে দু'জন দু'জনের জার্সি বদল করলেন। সূর্যর হাতে ম্যান ইউ-এর জার্সি তুলে দেন ওলে সোল্কজায়ের আর ‘রেড ডেভিলস’-এর প্রাক্তন স্ট্রাইকারের হাতে টিম ইন্ডিয়ার জার্সি তুলে দেন স্কাই। সেই ছবি নিজের ইনস্টাগ্রামেও পোস্ট করেছেন সূর্য কুমার।

সূর্যর সঙ্গে আলাপ করার পর সোল্কজায়ের তাঁকে দ্রুত খেলা থেকে অবসর না নেওয়ার কথা বলেছেন। তিনি বলেন, “চোট থেকে ফিরে আবার এগিয়ে যেতে হয়। এনিয়ে ভেবে লাভ নেই। খেলতে খেলতে এমনটা হয়। তাই কখনও তাড়াতাড়ি অবসর নেওয়ার কথা ভেবো না। যতক্ষণ টিকে থাকা যায় থেকো, এবং নিজের সেরাটা দিও।”

You might also like!