Game

3 weeks ago

Super Kings Cricket Academy:সুপার কিংস ক্রিকেট একাডেমি ভেলোরে একটি নতুন কেন্দ্র খুলছে

Super Kings Cricket Academy
Super Kings Cricket Academy

 

ভেলোর, ২০ সেপ্টেম্বর : সুপার কিংস একাডেমি ভেলোরে সানবিম সিবিএসই স্কুলের সাথে অংশীদারিত্বে তামিলনাড়ুতে তার ১৩তম কেন্দ্রটি খুলছে। এই কেন্দ্রটির সঙ্গে তিনটি বিদেশী সংস্থা যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়া যুক্ত থাকবে।

ভেলোরে নতুন একাডেমিটিতে তিনটি টার্ফ উইকেট, তিনটি অ্যাস্ট্রোটার্ফ উইকেট, দুটি ম্যাটিং উইকেট, একটি মিনি গ্রাউন্ড এবং ফ্লাডলাইট সমন্বিত একটি অত্যাধুনিক সুবিধা আছে।সুপার কিংস একাডেমি অক্টোবর থেকে ক্রিকেট কোচিং শুরু করবে।


You might also like!