নয়াদিল্লি, ১৬ নভেম্বর : আজ ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার রাউন্ডের ম্যাচ খেলতে নামছে সুনীল ছেত্রীরা। প্রতিপক্ষ শক্তিশালী কুয়েত। এই ম্যাচ জিততে পারলে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই প্রশস্ত হবে ভারতের। তবে এবার লড়াইটা খুবই কঠিন। কারন একে বাইরের মাঠ তার ওপর ভয়ঙ্কর কুয়েত দলের সঙ্গে খেলতে হবে সুনীলদের। এই পরিস্থিতিতে ম্যাচ জিততে অনেকটাই বেগ পেতে হবে ইগর স্টিমাচের ছেলেদের।
অধিনায়ক সুনীল ছেত্রী বলেছেন, 'এবার কুয়েতের বিপক্ষে খেলাটা আগের মতো হবে না। এবার ম্যাচ অনেকটাই আলাদা হবে। নিজেদের ঘরের মাঠে যেকোনো দল আলাদা ভাবেই পারফরম্যান্স করে। কিন্তু ওদেরও চাপ থাকবে। কারন আর যাই হোক আমাদের লক্ষ্য পরের রাউন্ডে স্থান করে নেওয়া।