Game

8 months ago

Stoinis ruled out of the final ODI against New Zealand : নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ থেকে ছিটকে গেলেন মার্কাস স্টয়নিস

Stoinis ruled out of the final ODI against New Zealand
Stoinis ruled out of the final ODI against New Zealand

 

সিডনি, ১০ সেপ্টেম্বর : আরও একটি দুঃসংবাদ অজি শিবিরে। অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ-এর একদিনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার দিনে সাইড স্ট্রেইনের চোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ওয়ানডে থেকে ছিটকে গেলেন তারকা অলরাউন্ডার মার্কাস স্টয়নিস। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। স্টয়নিসের ছিটকে যাওয়ায় একাদশে জায়গা করে নিতে পারেন পেইসার নেইথন এলিস। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাইড স্ট্রেইন চোটের কারণে চ্যাপেল হ্যাডেল সিরিজের শেষ ম্যাচে খেলা হচ্ছে না স্টয়নিসের। তাকে পার্থে ফেরত পাঠানো হচ্ছে। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে তাকে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। আশা করা যাচ্ছে শিঘ্রই তিনি ফিরে আসবেন।’ স্টয়নিসের ছিটকে যাওয়ায় একাদশে জায়গা করে নিতে পারেন পেইসার নেইথন এলিস। অজিদের হয়ে এখন পর্যন্ত তিন ওয়ানডে খেলেছেন এ পেইসার। তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যেই ২-০ তে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে ওয়ার্নার শেষ ওয়ানডে থেকে নিজেকে সরিয়ে নেয়ায় কে হতে যাচ্ছেন উদ্বোধনী জুটিতে অ্যারন ফিঞ্চের সঙ্গী, সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট।ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে ফিঞ্চ সঙ্গী হিসেবে পেতে পারেন মার্নাস ল্যাবুশেইনকে। এমনটা জানাচ্ছে অস্ট্রেলিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

You might also like!