Game

3 weeks ago

Sridhar is the assistant coach of Afghanistan:আফগানিস্তানের সহকারী কোচ হলেন শ্রীধর

Sridhar is the assistant coach of Afghanistan
Sridhar is the assistant coach of Afghanistan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর সাপোর্ট স্টাফ শ্রীধরকে সহকারী কোচ হিসাবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ২০১৪–র আগস্ট থেকে ২০২১ নভেম্বর পর্যন্ত টানা ৭ বছর ভারতের ফিল্ডিং কোচ হিসাবে কাজ করেছেন তিনি।

নিউজ়‌িল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচ থেকেই দায়িত্ব নেবেন তিনি। নিউজ়‌িল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তান তাদের একমাত্র ম্যাচটি খেলবে ভারতের মাটিতে গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, শ্রীধরের সঙ্গে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চায় তারা।


You might also like!