Game

2 weeks ago

Sri Lanka won the ODI series: টি-টোয়েন্টি সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা

Sri Lanka won the ODI series
Sri Lanka won the ODI series

 

পাল্লেকেলে, ১৮ নভেম্বর : এক ম্যাচ হাতে রেখেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ জিতে নিল। রবিবার (১৭ নভেম্বর) পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত দিনরাত্রির ম্যাচে নিউজিল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে দিল লঙ্কানরা। ২০২৪ সালে পঞ্চম সিরিজ জিতল শ্রীলঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচ হয় ৪৭ ওভারের। টস হেরে প্রথমে ব্যাট করে ৪৫.১ ওভারে ২০৯ রান করে কিউইরা। পঞ্চম উইকেটে চ্যাম্পম্যান এবং মিচেল হে'র ৭৫ রানের জুটি নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেয়। মিচেল হে ৬২ বলে ৪৯ রান করেন। আর মার্ক চ্যাম্পম্যান ৮১ বলে ৭৬ রান করেন।

শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে সফল বোলার জেফরি ভ্যান্ডারসে এবং মহেশ থেকশানা। দুইজনই ৩টি করে উইকেট নেন। ২১০ রানের লক্ষ্যকে সামনে রেখে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৯৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়েl শেষ পর্যন্ত কুশল মেন্ডিস ১০২ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচের পাশাপাশি সিরিজও জিততে সাহায্য করে । তবে শেষের দিকে থেকশানার ৪৪ বলে অপরাজিত ২৭ রান মেন্ডিসের কাজকে সহজ করে। নিউজিল্যান্ডের হয়ে সফল বোলার মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে ৩৬ রানে ৪ উইকেট নেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

You might also like!