Game

2 weeks ago

Sri Lanka team announced for Test series :দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার

Sri Lanka team announced for Test series
Sri Lanka team announced for Test series

 

কলম্বো, ২০ নভেম্বর : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচ খেলার মাঝেই মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা করল শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।বাদ পড়েছেন বোলিং অলরাউন্ডার রমেশ মেন্ডিস। দুই বছর পর দলে ফিরলেন লাসিথ এমবুলদেনিয়া। টেম্বা বাভুমাদের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কানরা। প্রথম টেস্ট ম্যাচ ডার্বানে ২৭ নভেম্বরl দ্বিতীয় টেস্ট ম্যাচ জিকেবের্হাতে ৫ ডিসেম্বরl দুটি টেস্টই আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াড:

ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস , কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, প্রবাথ জয়সুরিয়া, নিশান পেইরিস, লাসিথ এমবুলদেনিয়া, মিলন রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা ও কাসুন রাজিথা।

You might also like!