Game

4 weeks ago

Sri Lanka advanced in the series after defeating New Zealand: নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল শ্রীলঙ্কা

Sri Lanka advanced in the series after defeating New Zealand
Sri Lanka advanced in the series after defeating New Zealand

 

ডাম্বুলা, ১০ নভেম্বর : বোলারদের নৈপুণ্যে নিউজিল্যান্ডকে অল্প রানে থামানোর পর অধিনায়ক চারিথ আসালাঙ্কার দায়িত্বশীল ইনিংসে জিতল শ্রীলঙ্কা।ডাম্বুলায় শনিবার রাতে ১৩৬ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৬ বল হাতে রেখে। শ্রীলংকার আউট হয়েছিলেন ৬ জন ব্যাটসম্যান।দুই দলের কেউই চল্লিশ স্পর্শ করতে পারেনি। আসালাঙ্কার ২৮ বলে অপরাজিত ৩৫ রান ম্যাচের সর্বোচ্চ। ম্যাচ-সেরার স্বীকৃতি পেয়েছেন তিনিই।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন মাইকেল ব্রেসওয়েল। ২৪ বলে ২৭ রান করেন তিনিআর ২০ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলংকার সফলতম বোলার বাঁহাতি স্পিনার দুনিথ ওয়েলালাগে। এছাড়া লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২টি ও অফ স্পিনার মাহিশ থিকশানা একটি ও দুই পেসার নুয়ান থুশারা ও মাথিশা পাথিরানা নেন ২টি করে উইকেট নিয়েছেন।রবিবার ডাম্বুলাতে দ্বিতীয় ও শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

You might also like!