দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্যারিস অলিম্পিক শুরুর ঠিক পাঁচ দিন আগে অবসর ঘোষণা করলেন এক সময় বিশ্ব হকিতে সেরা গোলকিপারের স্বীকৃতি পাওয়া ভারতীয় হকির গোলরক্ষক পিআর শ্রীজেশ।
এর ফলে আর আন্তর্জাতিক হকিতে দেখা যাবে না ভারতের এই অভিজ্ঞ গোলরক্ষক শ্রীজেশকে। তবে তাঁর অবসরের ঘোষণায় প্যারিসে সমস্যায় পড়বেন না ভারতীয় হকি। কারণ, চতুর্থ অলিম্পিক খেলেই শ্রীজেশ হকির স্টিক তুলে রাখবেন । তিনি এদিন সমাজমাধ্যমে তাঁর অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ২০০৬ সালে আন্তর্জাতিক হকিতে অভিষেক হয়েছিল শ্রীজেশের। এখনও পর্যন্ত জাতীয় দলের জার্সি পরে খেলেছেন ৩২৮টি ম্যাচ।