Game

3 weeks ago

Andres Iniesta: ক্লাব কিনলেন স্প্যানিশ কিংবদন্তি ইনিয়েস্তা

Andres Iniesta
Andres Iniesta

 

বার্সেলোনা, ১৫ নভেম্বর : অক্টোবর মাসে সব ধরনের ফুটবলকে বিদায় জানিয়েছিলেন স্প্যানিশ কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। তবে অবসর ঘোষণার এক মাস যেতে না যেতেই নতুন ভূমিকায় ফুটবলে ফেরার ঘোষণা এই কিংবদন্তির। বিশ্বকাপজয়ী এই ফুটবলার বৃহস্পতিবার ঘোষণা করলেন ফুটবল ক্লাব কেনার। তিনি ডেনমার্কের দ্বিতীয় বিভাগের দল হেলসিনগর ক্লাব কিনছেন। ইনিয়েস্তার কোম্পানি এনএসএনের সঙ্গে মালিকানায় থাকবে সুইডিশ কোম্পানি সুইশ ইনভেস্টমেন্ট গ্রুপ স্টোনওয়েগও। ক্লাবটির ওয়েবসাইটে ইনিয়েস্তার উদ্ধৃতিও প্রকাশ করা হয়েছে।সেখানে বলা হয়েছে, ‘ফুটবলকে অন্যভাবে দেখার জন্য এটা একটা দারুণ সুযোগ।’

You might also like!