Game

3 weeks ago

Spanish football: স্প্যানিশ ফুটবল: বার্সেলোনার ছয়ে ছয়

Spanish football
Spanish football

 

বার্সেলোনা, ২৩ সেপ্টেম্বর : প্রতিপক্ষের মাঠে রবিবার রাতে লিগ ম্যাচে ভিয়ারেয়ালকে ৫-১ গোলে হারাল বার্সেলোনা। এই বড় জয়ে শীর্ষস্থান মজবুত করল হান্সি ফ্লিকের দল।

প্রথমার্ধে রবের্ত লেভানদোভস্কির জোড়া গোলের পর ভিয়ারেয়ালের হয়ে ব্যবধান কমান আয়োসে পেরেস। দ্বিতীয়ার্ধে পাবলো তোরে ব্যবধান আবার বাড়ান। এরপর জোড়া গোল করেন রাফিনিয়া। আরও গোল বাড়তে পারতো যদি মাঝে পেনাল্টি মিস না করতেন লেভানদোভস্কি। এই গোল করতে পারলে তিনি হ্যাটট্রিক করতে পারতেন। এবার লা লিগায় ৬ ম্যাচে পোলিশ তারকার গোল হয়ে গেল ৬টি, আর অ্যাসিস্ট আছে দুটি।

লা লিগায় প্রথম পাঁচ ম্যাচ জয়ের পর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মোনাকোর কাছে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। ঘরোয়া লিগে আবার জয়ের পথে ফিরল তারা।

৬ ম্যাচে সবকটিতে জিতে বার্সেলোনার পয়েন্ট হল ১৮। আর সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ১১ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে ভিয়ারেয়াল।

You might also like!