Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Game

1 month ago

UEFA World Cup Qualifiers: বিশ্বকাপ বাছাই, জর্জিয়ার বিরুদ্ধে স্পেনের জয়

Spain have won all three of their World Cup 2026 qualifiers
Spain have won all three of their World Cup 2026 qualifiers

 

মাদ্রিদ, ১২ অক্টোবর  : বিশ্বকাপ বাছাই পর্বে হ্যাটট্রিক জয়ের দেখা পেল স্পেন। জর্জিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে বর্তমান ইউরো চ্যাম্পিয়নরা। শনিবার এস্তাদিও মার্তিনেজ ভালেরোয় বিশ্বকাপ বাছাই পর্বের ইউরোপীয় অঞ্চলের গ্রুপ ই-র ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন। ম্যাচের দুই অর্ধে ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবাল গোল দুটি করেন। প্রথমার্ধের ২৪ মিনিটে পিনো গোল করে স্পেনকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ওয়ারজাবাল। ঘরের মাঠে জর্জিয়ার বিপক্ষে একক আধিপত্য দেখিয়েছে স্পেন। ৮৩ শতাংশ বল পজেশন ধরে রেখে ২৪টি শট নিয়েছে লা রোজারা, যার ৭টি লক্ষ্যে ছিল। বিপরীতে জর্জিয়ানরা ১টি মাত্র শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে। এই জয়ের ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রাখল বর্তমান ইউরোপ চ্যাম্পিয়ন স্পেন। দ্বিতীয় স্থানে আছে তুরস্ক। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৬ পয়েন্ট।

You might also like!