Game

1 month ago

Paris Olympics : অলিম্পিক ফুটবল: রোমাঞ্চকর লড়াইয়ে ফ্রান্সকে হারিয়ে সোনা স্পেনের

Spanish won gold in olympics football (symbolic picture)
Spanish won gold in olympics football (symbolic picture)

 

প্যারিস, ১০ আগস্ট : দীর্ঘ ৩২ বছর পর স্পেনের মুখে হাসি। অলিম্পিক ফুটবলে পুরুষ বিভাগে সোনা জিতল স্প্যানিশরা। গতকাল রাতে পিএসজির ঘরের মাঠে ফাইনালে ৫-৩ গোলে স্বাগতিক ফ্রান্সকে হারাল স্পেন।এই নিয়ে দ্বিতীয়বার অলিম্পিক ফুটবলে সোনা জিতল স্পেন। প্রথমবার জিতেছিল ১৯৯২ সালে। ২০২০ আসরসহ তিনবার ফাইনালে হেরে রূপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল স্পেনকে। এক মাসের মধ্যে তারা দুটি বড় সাফল্য পেল।কিছুদিন আগে ইউরোর শিরোপা জিতেছে তারা। আর ফ্রান্স দ্বিতীয় সোনা জিততে পারল না ঘরের মাঠে। তাদের একমাত্র সোনা এসেছিল ১৯৮৪ সালে।

গতকাল ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে স্পেন। তবে ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ১০ মিনিটের মধ্যে তিন গোল করে তারা। তবে ফ্রান্স দমে যায়নি। শেষ দিকে সমতা টেনে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায়।অতিরিক্ত সময়ে স্পেনের সঙ্গে পেরে ওঠেনি ফ্রান্স।অতিরিক্ত সময়ের একশ মিনিটের মাথায় স্পেনকে লিড এনে দেন বদলি নামা সের্হিয়ো ক্যামেও। আর শেষ মিনিটে তিনিই আবার গোল করে অলিম্পিক ফুটবলে স্পেনের দ্বিতীয় সোনার পদক নিশ্চিত করে দেন।

You might also like!