বার্সেলোনা, ১৭ নভেম্বর: অভিষেক ম্যাচে জর্জিয়ার বিপক্ষে গোল করেছিলেন বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল। এবারও গোল করেছেন সাইপ্রাসের বিপক্ষে এই বিস্ময় বালক।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাতে সাইপ্রাসের বিপক্ষে ৩-১ গোলের সহজ তুলে নিয়েছে স্পেন।
এছাড়া বাকি দুটি গোল পেয়েছেন জোসেলু ও মিকেল ওইয়ারজাবালও। এ নিয়ে ইউরো বাছাইয়ে টানা পঞ্চম জয়ের দেখা পেল স্প্যানিশরা। এরফলে সাত ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে স্পেন। মূলপর্বের টিকিট আগেই তারা পেয়ে গেছে। একই গ্রুপ থেকে ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে মূলপর্বের টিকিট পেয়েছে স্কটল্যান্ডও। অন্যদিকে আট ম্যাচের সবকটিতে হেরে বাছাই শেষ করলো সাইপ্রাস।