Game

3 weeks ago

South Africa vs Afghanistan:আফগানিস্তানের কাছে আত্মসমর্পণ দক্ষিণ আফ্রিকার

South Africa's surrender to Afghanistan
South Africa's surrender to Afghanistan

 

শারজা, ১৯ সেপ্টেম্বর: আফগানিস্তানের কাছে আত্মসমপর্ণ করল দক্ষিণ আফ্রিকা। ৩৩.৩ ওভারে ১০২ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। ২৬ ওভারে ১০৭ রান তুলে ৬ উইকেট জিতে তিন ম্যাচের সিরিজ়ে ১-০তে এগিয়ে গেলেন রশিদ খানেরা।এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের বিরুদ্ধে এটাই দক্ষিণ আফ্রিকার সবচেয়ে কম রানের ইনিংস।

ফারুক আফগানিস্তানের সফলতম বোলার। তিনি ৩৫ রানে ৪ উইকেট নেন। আর দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রান করেন মুলডার, ৮৪ বলে ৫২ রান।

You might also like!