Game

1 year ago

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের দল ঘোষণা

Sayad Mustak ali Trophy
Sayad Mustak ali Trophy

 

মুম্বই, ৩০ সেপ্টেম্বর  : সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দল ঘোষণা করল মুম্বই। অধিনায়ক করা হল অজিঙ্ক রাহানেকে। দলীপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক ছিলেন তিনি। এ বার মুম্বইয়ের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব তুলে দেওয়া হল তাঁর কাঁধে।

মুম্বই দলে রয়েছেন যশস্বী জায়সওয়াল। দলীপ ট্রফিতে তাঁর ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মাঠ থেকে বার করে দিয়েছিলেন রাহানে। সেই সঙ্গে ভারতের হয়ে খেলা পৃথ্বী শ-ও রয়েছেন মুম্বই দলে। রঞ্জিতে ধারাবাহিক ভাবে রান পাওয়া সরফরাজ খান, ভারতীয় দলে খেলা শার্দূল ঠাকুরের মতো ক্রিকেটারদের রেখে তৈরি করা হয়েছে মুম্বইয়ের মুস্তাক আলি ট্রফির দল। রয়েছেন শামস মুলানি, তানুস কোটিয়ান, ধাওয়াল কুলকর্নি, তুষার দেশপাণ্ডের মতো ক্রিকেটাররা। রয়েছেন অলরাউন্ডার শিবম দুবে এবং উইকেটরক্ষক হার্দিক তামরে। মুম্বইয়ের প্রধান নির্বাচক সলীল আঙ্কলা।

১১ অক্টোবর থেকে শুরু হবে মুস্তাক আলি ট্রফি। বাংলা রয়েছে গ্রুপ ‘ই’তে। সেই গ্রুপে বাংলা ছাড়াও রয়েছে চণ্ডীগড়, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং তামিলনাড়ু।


You might also like!