Game

3 weeks ago

Shreyas Iyer: পিঠের চোট নিয়ে জর্জরিত শ্রেয়স! বাকি তিনটি টেস্টে অনিশ্চিত তারকা ব্যাটার

Shreyas Iyer (File Picture)
Shreyas Iyer (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সমস্যায় জেরবার ভারতীয় দল। ইংল্যান্ডের (England Cricket Team) বিরুদ্ধে টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে এনেও দিশা দেখছেন না তাঁরা। বাকি তিনটি টেস্টে বিরাট কোহলি অনিশ্চিত। এমনকি প্রশ্ন উঠছে কেএল রাহুল ও রবীন্দ্র জাদেজার ফিটনেস নিয়ে। শ্রেয়স আইয়ার এবার পিঠের চোট নিয়ে জর্জরিত।

শ্রেয়স আইয়ার চোটের জন্য বাকি তিনটি টেস্ট থেকে হয়তো ছিটকে গেলেন। তাঁর পিঠে চোট, কুঁচকিতেও যন্ত্রণা রয়েছে শ্রেয়সের। ভারতের অন্যান্য ক্রিকেটারদের কিট বিশাখাপত্তনম থেকে রাজকোট পৌঁছে গিয়েছে। কিন্তু শ্রেয়স আইয়ারের কিট বিশাখাপত্তনম থেকে মুম্বইয়ে চলে এসেছে। বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে যাওয়ার আগে কয়েকদিন বিশ্রাম নেবেন তিনি বলে জানা গিয়েছে। 

You might also like!