Game

10 months ago

Md. Shami : ৭ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে হারানো শামি ‘নিষিদ্ধ’ সে দেশে!

Md. Sami(File Picture)
Md. Sami(File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চলতি বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট নেওয়া বাংলার জোরে বোলার শামি একেবারে বিধবংশী ফর্মে রয়েছেন। একাই ৭ উইকেট নিয়ে শেষ করে দিয়েছেন নিউ জিল্যান্ডের বিশ্বকাপ জয়ের আশা। বুধবার মুম্বইয়ে ভারতের সেই জয়ের পর লিউড অভিনেতা সনু সুদ জানিয়েছেন কেন উইলিয়ামসনদের দেশে নাকি ‘নিষিদ্ধ’ শামি।

বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন শামি। ছ’টি ম্যাচ খেলে নিয়েছেন ২৩টি উইকেট। বিশ্বকাপে তিনিই এখনও পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। তাঁর পারফরম্যান্সে উচ্ছ্বসিত ক্রিকেটপ্রেমীরা। সনুও তার বাইরে নন। ভারত-নিউ জ়িল্যান্ড সেমিফাইনালে বাংলার বোলার ৭ উইকেট নেওয়ার পর উচ্ছ্বাস গোপন করেননি সনু। সমাজমাধ্যমে তিনি শামিকে উদ্দেশ্য করে লেখেন, ‘‘ব্রেকিং নিউজ: নিউ জ়িল্যান্ডে শামি কবাব নিষিদ্ধ!’’ অভিনেতার রসিকতার জবাব দিয়েছেন শামিও। তিনি শুধু লিখেছেন, ‘‘হাহাহাহাহা’’। সঙ্গে দিয়েছেন ভালবাসার ইমোজি।

সেমিফাইনালে ৭ উইকেট নেওয়া ছাড়াও বিশ্বকাপে একাধিক নজির গড়েছেন শামি। বিশ্বকাপে দ্রুততম ৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন। বিশ্বকাপে ভারতের হয়ে সেরা বোলিং করেছেন। তা ছাড়া ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে তিনিই এখন সর্বোচ্চ উইকেট শিকারি (৫৪)।


You might also like!