Game

8 months ago

Md. Shami : করোনা আক্রান্ত শামির পরিবর্তে দলে এলেন পেসার উমেশ যাদব

Umesh Yadav replace Md. Shami
Umesh Yadav replace Md. Shami

 

মুম্বই, ১৮ সেপ্টেম্বর  : করোনায় আক্রান্ত হওয়ায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। কোভিড হওয়ায় শামি-কে এখন নিভৃতবাসে থাকতে হবে। ফলে শামির পরিবর্তে অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে দলে নেওয়া হল। মঙ্গলবার থেকে মোহালিতে শুরু হতে চলা টি-২০ সিরিজে খেলতে ভারতীয় দলের সঙ্গে ইতিমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন বিদর্ভের ৩৫ বছরের এই তারকা পেসার।

কাউন্টিতে মিডলসেক্সের হয়ে খেলার সময় চোট পাওয়ায় দেশে ফিরেছিলেন উমেশ। এরপর এনসিএ-র রিহ্যাবে চোট সারিয়ে খেলার মত জায়গায় আসেন তিনি। গত মরসুমেও টি-২০তে দারুণ খেলেছিলেন উমেশ। কিন্তু চোট ও হর্ষল প্যাটেল-আর্শদীপ সিং-দের মত তরুণ পেসাররা উঠে আসায় জাতীয় দলের লড়াইয়ে পিছিয়ে পড়েন উমেশ। চলতি বছর আইপিএলের প্রথম লেগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন উমেশ। টি-২০তে প্রতিশ্রুতিমান তরুণদের ভিড়ে জায়গা করে নিলেন অভিজ্ঞ পেসার উমেশ।

You might also like!