Game

9 months ago

Shakib Al Hasan :আবার অনলাইন জুয়ার সঙ্গে জড়ালেন সাকিব!

Shakib Al Hasan
Shakib Al Hasan

 

ঢাকা, ২১ নভেম্বর : আবারও বিতর্কের জন্ম দিলেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। একটি অনলাইন জুয়ার সাইটের সঙ্গে জড়িয়েছে সাকিবের নাম।'বাবু ৮৮' নামে একটি অনলাইন ক্যাসিনো ও ক্রিকেট এক্সচেঞ্জ সাইটের বিজ্ঞাপনে দেখা গেছে সাকিবকে।

এই বিজ্ঞাপনে সাকিব বলেছেন, 'বাবু৮৮' সাইটটি বাংলাদেশের এক নম্বর স্পোর্টস প্লাটফর্ম। এখানে ক্রিকেটসহ সব খেলাধুলার আপডেট পাওয়া যাবে। কিন্তু সাইটটিতে দেখা যাচ্ছে, এখানে ক্রিকেট নিয়ে বাজি তো ধরাই যায়, তাই সঙ্গে খেলা যায় ক্যাসিনো, স্লট গেমের মতো জুয়াও।

গত বছর আগস্টে অনলাইন জুয়ার সাইট বেটউইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হয়ে বিতর্কিত হয়েছিলেন সাকিব।আবারও তিনি জড়ালেন অনলাইন জুয়ার সাইটের সঙ্গে। সাকিবের এই বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সমালোচিত হচ্ছে।


You might also like!