Game

2 weeks ago

Shah Rukh sends best wishes to Knights : মাঠে না থেকেও নাইটদের শুভেচ্ছাবার্তা পাঠালেন শাহরুখ, ভেঙ্কটেশকে ‘বিশেষ’ পরামর্শ

Shah Rukh sends best wishes to Knights
Shah Rukh sends best wishes to Knights

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গতকাল ইডেনের বাইশ গজের নায়ক ভেঙ্কটেশ আইয়ারের উদ্দেশে এমনই ‘বিশেষ বার্তা’ পৌঁছে দিলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তিন ম্যাচ মিলিয়ে, দুই ম্যাচে মাঠে নেমে মাত্র ৯ রান করে মোটেও ছন্দে ছিলেন না আইপিএলের দামি খেলোয়াড়দের তালিকায় তিন নম্বরে থাকা দীর্ঘদেহী ব্যাটসম্যান। গতকাল চাপ সরিয়ে ২৯ বলে ৬০ রান তুলে নিন্দুকদের প্রশ্নের জবাব দিয়েছেন ভেঙ্কটেশ। আর দলও ফিরেছে জয়ের সরণীতে।ইডেনে কাল রাতের মহাযুদ্ধ দেখতে সশরীরে হাজির ছিলেন না কিং খান। কিন্তু টিমের সিইও ভেঙ্কি মাইসোরকে ‘চিয়ার আপ’ করতে দেখা যায়। দল জিতে ফেরার পর তিনি ড্রেসিং রুমে হাজির হন। আর তখনই সবার সামনে শাহরুখের বিশেষ বার্তা মেলে ধরেন। দলের প্রত্যেকের উদ্দেশে মেসেজ ছিল। কিন্তু বিশেষ বার্তা পান একজনই—জয়ের অন্যতম কাণ্ডারী ভেঙ্কটেশ আইয়ার। তা পড়ে শোনান ভেঙ্কি। যেখানে শাহরুখ বলেন, ‘ভেঙ্কটেশ, অনেক দূর পর্যন্ত কিছু ভাবতে যেও না। শুধু ক্রিজে সময় কাটাও। তুমি সেখানে থাকার উপযুক্ত।‘

ভেঙ্কটেশকে মহা নিলামে ধরে রাখতে কলকাতা নাইট রাইডার্সকে প্রায় ২৪ কোটি টাকা খরচ করতে হয়েছে। কিন্তু তিন মরশুম ধরে ধারাবাহিকতা দেখিয়ে আসা, ৩৫০-র বেশি রান প্রতিটি মরশুমে করে আসা ভেঙ্কটেশ চলতি আইপিএলে ছন্দে ছিলেন না। চার নম্বর ম্যাচে অবশেষে পরিচিত মেজাজে দেখা দিয়েছেন।

যদিও নিজের ঘাড়ে ‘প্রাইস ট্যাগে’র চাপ মানতে নারাজ তরুণ ব্যাটার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একগাল হেসে বলেছেন, ‘আপনারাই বলুন, আজকের ইনিংসের পর চাপ দূর হল কি হল না। আমি আগের বহুবার বলেছি, একবার আইপিএল শুরু হলে আপনার দর ২০ লাখ না ২০ কোটি—তার এতটুকু মানে থাকে না।‘

You might also like!