Game 5 months ago

শামির বদলে আফ্রিকা সিরিজে খেলবেন এই বোলার, জানাল ভারতীয় ক্রিকেট বোর্ড

Umesh Yadav Replace Md. Sami

 


মুম্বই, ২৮ সেপ্টেম্বর  : আজ বুধবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলতে নামছে ভারত। সিরিজে মহম্মদ শামিকে পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের আগে করোনা আক্রান্ত হওয়ায় ছিটকে যান শামি। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজে অনিশ্চিত ছিলেন শামি। এবার সরকারিভাবে জানাল বিসিসিআই। তিনি এখনও ফিট না হওয়ায় বোর্ড জানিয়ে দিল, শামির পরিবর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজে ভারতীয় স্কোয়াডে থাকছেন উমেশ যাদব। শামির পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়া সিরিজে স্কোয়াডে রাখা হয়েছিল উমেশকে। এমনকী মোহালিতে সিরিজের প্রথম ম্যাচে খেলে এক ওভারে দুটো উইকেটও নিয়েছিলেন কেকেআর-এর বিদর্ভের পেসার।

দীপক হুডা-র পিঠে চোট থাকায় তিনিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে দলে থাকছেন শ্রেয়স আইয়ার ও শাহবাজ আহমেদ। তাও সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। জিম্বাবোয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের জায়গায় জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন বাংলার বাঁ হাতি স্পিনার-অলরাউন্ডার। তবে সিকান্দার রাজাদের বিরুদ্ধে লোকেশ রাহুলের দলে প্রথম একাদশে জায়গা হয়নি ২৭ বছরের শাহবাজের।


You might also like!