মুম্বই, ১৪ নভেম্বর : আগামীকাল সাগর পাড়ে বিশ্বকাপ ক্রিকেটের প্রথম মেগা সেমিফাইনাল। মুখোমুখি হচ্ছে রোহিত শর্মার ভারত এবং কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। দীপাবলির সেলিব্রেশনে গত কয়েকটা দিন মুম্বই মেতেছিল। গত দু'দিন আগে মেগা সেমিফাইনালে দুটো দল সাগর পাড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই ক্রিকেট ফিরেছে মায়ানগরীতে। সাগরের ঢেউয়ের মতো উত্তাল হয়েছে মহানগরীর ক্রিকেট প্রেমীরাও।
মেন ইন ব্লু ও কিউয়িদের সেমির লড়াই দেখার দেখার জন্য এখন ক্রিকেট প্রেমীদের তর সইছে না! শোনা যাচ্ছে, ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালের দ্যুতি বাড়াতে আসতে চলেছেন ক্রিকেট ও ফুটবলের দুই কিংবদন্তি। সব ঠিক থাকলে আগামীকাল অর্থাৎ বুধবার সাগর পাড়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামেতে সচিন টেন্ডুলকারের পাশে সেমিফাইনাল উপভোগ করতে পারেন ডেভিড বেকহ্যাম।