Game

2 months ago

Novak Djokovic : রাজকীয় প্রত্যাবর্তন, অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে 'জোকার'

Novak Djokovic

 

মেলবোর্ন, ২৫ জানুয়ারি  : গত বছর করোনা ভ্যাকসিন না নেওয়ায় কোর্টেই নামতে দেওয়া হয়নি নোভাক জকোভিচকে। চলতি বছরে জীবনের সফলতম টুর্নামেন্টে প্রত্যাবর্তন হয়েছে বিশ্বের প্রাক্তন এক নম্বরের। জীবনের ৪৪তম গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনালের টিকিট নিশ্চিত করলেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে স্ট্রেট সেটে হারালেন রাশিয়ার আন্দ্রে রুবলেভকে। তাঁর পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-২, ৬-৪।

গত বছর মরশুমের প্রথম মেজরে জকোভিচকে কোর্টেই নামতে দেয়নি অজি সরকার । সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ৩ বছরের জন্য ক্যাঙারুর দেশে নিষিদ্ধ করা হবে সার্বিয়ান তারকাকে । কিন্তু অস্ট্রেলিয়ান ওপেনের সর্বকালের সেরা তারকাকে অগ্রাহ্য করার ঝুঁকি শেষ পর্যন্ত নিতে পারেনি প্রশাসন ।

You might also like!