Game

1 week ago

Wayne Rooney:অসদাচরণের দায়ে নিষিদ্ধ রুনি, থাকতে হবে এক ম্যাচ টাচ লাইনের বাইরে

Wayne Rooney
Wayne Rooney

 

লন্ডন, ১৯ অক্টোবর : অসদাচরণের দায়ে শাস্তি পেলেন ইংলিশ ফুটবলের দ্বিতীয় সারির দল প্লিমিথ অর্গাইলের কোচ ওয়েইন রুনি। প্রাক্তন ইংলিশ তারকার ওপর এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সঙ্গে তাঁকে জরিমানা করা হয়েছে সাড়ে পাঁচ হাজার পাউন্ড।শুক্রবার রাতে এক বিবৃতিতে রুনির শাস্তির বিষয়টি জানিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।

উল্লেখ্য চলতি মাসে ব্ল্যাকবার্ন রোভার্সের বিপক্ষে প্লিমিথের ম্যাচে এই ঘটনা ঘটে। ২-১ গোলে প্লিমিথের জয়ের ম্যাচে ম্যাচ অফিসিয়ালকে অপমান করেছিলেন রুনি। আর তাতেই রুনির শাস্তি হয়েছে। এর ফলে আগামী এক ম্যাচ টাচলাইনে থাকতে হবে রুনিকে।

You might also like!