Game

1 month ago

Cristiano Ronaldo:বদলি নেমে ম্যাচের রং পাল্টে দিলেন রোনাল্ডো

Cristiano Ronaldo
Cristiano Ronaldo

 

লিসবন, ৯ সেপ্টেম্বর : উয়েফা নেশন্স লিগে স্কটল্যান্ডের বিপক্ষে পর্তুগালের ম্যাচটা ড্রয়ের দিকেই এগোচ্ছিল। শেষ পর্যন্ত বদলি হিসেবে নেমে গোল করে ম্যাচের রং পাল্টে দিলেন পর্তুগিজ মহাতারকা।

লিসবনে রবিবার স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে দিল পর্তুগাল। ম্যাচের সাত মিনিটে স্কট ম্যাকটোমিনের গোলে এগিয়ে যায় সফরকারীরা স্কটরা। প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় স্কটরা। তবে দ্বিতীয় হাফে দুই গোল করে জয় পায় পর্তুগাল।

৫৪ মিনিটে পর্তুগালকে সমতায় ফেরান ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ব্রুনো ফার্নান্দেস। দ্বিতীয় হাফের শুরুতেই বদলি হিসেবে মাঠে নেমে ম্যাচের ৮৮ মিনিটে গোল করে পর্তুগিজ মহাতারকা ম্যাচের ব্যবধান গড়ে দেন। এই গোল নিয়ে রোনাল্ডোর হয়ে গেল ৯০১তম গোল।


You might also like!