Game

9 months ago

ICC Cricket World Cup 2023 Final:রোহিতরা বিশ্বকাপ জিতলেই পাবে ১০০ কোটি উপহার! ঘোষণা এক ব্যবসায়ীর

Only a few hours left for the start of the World Cup
Only a few hours left for the start of the World Cup

 

আমেদাবাদ : বিশ্বকাপ ফাইনালের আগে অর্থাৎ আজ অনলাইন প্লাটফর্ম অ্যাস্ট্রোটকের প্রতিষ্ঠাতা এবং সিইও পুণীত গুপ্তা ঘোষণা করেছেন, ভারত বিশ্বকাপ জিতলে তিনি অ্যাস্ট্রোটকের সমস্ত ইউজারের অ্যাকাউন্টে এই ১০০ কোটি টাকা বিলিয়ে দেবেন।

অবশ্য পুনীত গুপ্তার এই ঘোষণার একটা বাণিজ্যিক দিকও আছে। মালিক ১০০ কোটি দেবেন শুনে রাতারাতি তাঁর সংস্থা অ্যাস্ট্রোটকের ইউজার সংখ্যা অনেকটা বেড়ে যেতে পারে। সম্ভবত সেই অঙ্কটাও মাথায় রয়েছে এই ভারতীয় ব্যবসায়ীর।


You might also like!