Game

2 months ago

Rishabh Pant : 'সেরে উঠছি, খুব তাড়াতাড়ি মাঠে ফিরব' দুর্ঘটনার পর প্রথমবার মুখ খুললেন ঋষভ পন্থ

Rishabh Pant

 

মুম্বই, ১৬ জানুয়ারি  : ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকদিন চিকিৎসাধীন থাকার পরে অবশেষে মুখ খুললেন ঋষভ পন্থ। সোমবার টুইট করে জানালেন, আগের তুলনায় অনেক সুস্থ রয়েছেন তিনি। ভক্তদের আশঙ্কা উড়িয়ে দিয়ে বললেন, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। সেরে ওঠার প্রক্রিয়াও শুরু করে দিয়েছেন। খুব তাড়াতাড়ি মাঠে ফিরবেন।

প্রসঙ্গত, দেরাদুনের গাড়ি দুর্ঘটনার পরে স্থানীয় হাসপাতালে ভর্তি ছিলেন পন্থ। পরে তাঁকে মুম্বইয়ে উড়িয়ে এনে পায়ে অস্ত্রোপচার করা হয়। তবে এখনও হাসপাতাল থেকে ছাড়া পাননি ভারতীয় উইকেটকিপার-ব্যাটার।

সোমবার মুম্বইয়ের হাসপাতাল থেকেই টুইট করে নিজের শারীরিক অবস্থার কথা জানান তিনি। পন্থ বলেন, “সকলে যেভাবে আমার পাশে থেকেছেন, তাতে আমি অভিভূত। খুশির খবর, আমার অস্ত্রোপচার সফল হয়েছে। ধীরে ধীরে সেরে উঠছি। আগামী দিনের সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলা করতে মুখিয়ে রয়েছি।”

পন্থের চিকিৎসার সমস্ত দায়িত্ব নিয়েছে বিসিসিআই। সেই জন্য ভারতীয় বোর্ড ও বিসিসিআই সচিব জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন ঋষভ। টুইট করে তিনি বলেছেন, “বিসিসিআই, জয় শাহ ও সমস্ত সরকারি আধিকারিকদের ধন্যবাদ জানাই। অন্তরের অন্তস্থল থেকে আমার সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। সেই সঙ্গে আমার সতীর্থ, চিকিৎসকদের ধন্যবাদ জানাতে চাই, কারণ তাঁরা আমাকে বারবার উৎসাহ জুগিয়েছেন। আশা করি খুব তাড়াতাড়ি মাঠে নেমে সকলের সঙ্গে দেখা হবে।”

You might also like!