Game

3 weeks ago

Ricky Ponting:পঞ্জাব কিংসের নতুন কোচ হলেন রিকি পন্টিং

Ricky Ponting
Ricky Ponting

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- দিল্লি ক্যাপিটালসের কোচ থেকে ছাঁটাই হওয়ার পর মনে করা হয়েছিল আইপিএলের সঙ্গে তার আর কোনও সম্পর্ক থাকছে না। ফিরে যাবেন দেশে। কিন্তু তা হল না। আবার আইপিএলে ফিরলেন রিকি পন্টিং। তিনি পঞ্জাব কিংসের নতুন কোচ হলেন।  এ কথা ঘোষণা করেছে পঞ্জাব কিংস কর্তৃপক্ষ।

বেশ কয়েক বছরের জন্য তিনি পঞ্জাব দলের সঙ্গে থাকবেন, এমনই চুক্তি পঞ্জাব করেছে পন্টিংয়ের সঙ্গে। আর দলের কোচিং স্টাফরা কারা হবেন তা ঠিক করবেন পন্টিংই। উল্লেখ্য গত বছর পঞ্জাবের কোচ ছিলেন ট্রেভর বেলিং। সঙ্গে ছিলেন সঞ্জয় বাঙ্গার (ক্রিকেট ডেভেলপমেন্ট প্রধান), চার্ল ল্যাঙ্গভেল্ট (জোরে বোলিং কোচ) এবং সুনীল যোশী (স্পিন বোলিং কোচ)। তারা কোচিং স্টাফে এবার আর থাকছেন না।

You might also like!