Game

10 months ago

ICC World Cup 2023 : সেই আম্পায়ারই ফাইনালে! ভারতীয় ফ্যানরা খুশি নন

File Picture : Umpires of ICC World Cup 2023 Final
File Picture : Umpires of ICC World Cup 2023 Final

 

আমেদাবাদ, ১৮ নভেম্বর : ফাইনালের জন্য অনফিল্ড আম্পায়ার থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো ও রিচার্ড ইলিংওয়ার্থ। তৃতীয় আম্পায়ার হিসেবে দায়িত্ব সামলাবেন জোয়েল উইলসন। ম্যাচ রেফারির দায়িত্বে অ্যান্ডু পাইক্রফট।

প্যানেলের বাকি আম্পায়ারদের নিয়ে কোনও সমস্যা বা আশঙ্কাও নেই। কিন্তু রিচার্ড কেটেলবরোর নাম দেখেই ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে তৈরি হয়েছে শঙ্কা।

এই শঙ্কার কারণ, আইসিসি ইভেন্টে কেটেলবরো যতগুলো ভারতের ম্যাচ পরিচালনা করেছেন, সেগুলোর সবকটিতেই হার মেনেছে ভারত। ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ,২০১৫ সালের বিশ্বকাপ সেমিফাইনাল, ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল।

প্রতিবারই কেটেবরো দায়িত্বে ছিলেন এবং প্রতিবারই ভারতকে হার মানতে হয়েছে।এমনকি ২০২১ এবং ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করেছিলেন কেটেলবরো। ভারতকে এই দুটো ফাইনালও হারতে হয়। তাহলে এবারও সেই আম্পায়ার। তাহলে এবার কী হবে? সেই চিন্তাটাই ক্রিকেটপ্রেমীদের মনকে ভাবাচ্ছে।

You might also like!