Game

1 week ago

Real madrid won the match:সহজ ম্যাচ কঠিন করে জয় রিয়ালের

Real madrid won the match
Real madrid won the match

 

মাদ্রিদ, ২৫ সেপ্টেম্বর : ম্যাচের ৮০ মিনিট পর্যন্ত স্কোরলাইন ৩-০ ছিল। কিন্তু শেষ ১০ মিনিটে রিয়াল ডিফেন্স কেঁপে উঠলো। নায়ক দেপোর্তিভো আলাভেস। পরপর দুই মিনিটে দুই গোল করে তিনি রিয়ালকে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলে দিলেন। তবে শেষ পর্যন্ত আর কোনও বিপদ ঘটেনি। সহজ ম্যাচ কঠিন করে জয় নিয়ে মাঠ ছাড়ল রিয়াল।

লিগার ম্যাচে মঙ্গলবার রাতে দেপোর্তিভো আলাভেসকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে একটি করে গোল করেছেন লুকাস ভাসকেজ, কিলিয়ান এমবাপে এবং রদ্রিগো গোজ।

এই জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে এল রিয়াল। ৭ ম্যাচের ৫টিতে জিতে ১৭ পয়েন্ট ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনা ৬ ম্যাচের সবগুলোতে জিতেছে।


You might also like!