Game

2 weeks ago

Champions league: ভিএফবি স্টুটগার্টের বিরুদ্ধে রিয়ালের কষ্টার্জিত জয়

Real Madrid and VFB Stuttgars (symbolic picture)
Real Madrid and VFB Stuttgars (symbolic picture)

 

সান্তিয়াগো, ১৮ সেপ্টেম্বর : ভিএফবি স্টুটগার্ট লড়াই করল কিন্তু পারলো না। ইউরোপ সেরার মঞ্চে সেরা পারফরমেন্স দেখিয়ে রিয়াল মাদ্রিদ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে ৩-১ গোলে জিতেছে রিয়াল। সারা ম্যাচে বহু সেভ করে দলের জয়ে বড় ভূমিকা রাখলেন গোলরক্ষক থিবো কোর্তোয়া। রিয়াল মাদ্রিদ জেগে উঠল দ্বিতীয়ার্ধে। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে গোল করলেন কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও এন্দ্রিক। ম্যাচে ৫৪ শতাংশের বেশি সময় বল দখলে রেখেছিল স্টুটগার্ট। এর মধ্যে ১৭ টি শট ছিল লক্ষ্যে। জার্মান ক্লাবটির বিপরীতে রিয়ালের ২০ শটের আটটি ছিল লক্ষ্যে।

You might also like!