Game

1 week ago

Real Madrid:এমবাপে-ভিনিসিউসের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ

Real Madrid won with the goal of Mbappe-Vinicius
Real Madrid won with the goal of Mbappe-Vinicius

 

মাদ্রিদ, ২০ অক্টোবর : লা লিগায় সেল্তার মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল। এদিন চ্যাম্পিয়নদের সঙ্গে রীতিমতো লড়াই করল সেল্তা ভিগো। পিছিয়ে পড়েও একবার সমতায় এসে পয়েন্ট পাওয়ার আশাও জাগিয়ে তুলেছিল তারা। শেষ পর্যন্ত পারল না। কিলিয়ান এমবাপে ও ভিনিসিউস জুনিয়রের গোলে জয় পেল রিয়াল মাদ্রিদ।

২০ মিনিটে দুর্দান্ত গোলে দলকে এগিয়ে দেয় এমবাপে। নিজেদের সীমানায় সেল্তা পজেশন হারালে বল নিয়ন্ত্রণে নেন ফরাসি তারকা, এরপর প্রায় ৩০ গজ দূর থেকে জোরাল শটে গোলটি করেন তিনি।

বিরতির চার মিনিট পর গোল হজম করে রিয়াল। আক্রমণে উঠে বক্সে দারুণ ক্রস বাড়ান অস্কার মিনগেসা, সেখানে একেবারে ফাঁকায় গোল করে সমতা টানেন সুইডেনের মিডফিল্ডার উইলিয়ত।

৬৩ মিনিটে ফেদেরিকো ভালভেরদে ও কামাভিঙ্গাকে তুলে লুকা মদ্রিচ ও রদ্রিগোকে মাঠে নামান রিয়াল কোচ। মাঠে নামার তিন মিনিট পর দলকে গোল করে এগিয়ে দেন মদ্রিচ।এই জয়ের পর রিয়ালের ১০ ম্যাচে পয়েন্ট হলো ২৪। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।

You might also like!