Game

2 weeks ago

Coach Carlo Ancelottis record : টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি

coach Carlo Ancelottis (symbolic picture)
coach Carlo Ancelottis (symbolic picture)

 

মাদ্রিদ, ২৫ সেপ্টেম্বর  : সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগার ইতিহাসের প্রথম কোচ হিসেবে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। মঙ্গলবার রাতে আলাভেসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের ৩-২ গোলের জয়ে এই রেকর্ড গড়েন তিনি। এই জয়ের ফলে রিয়াল সোসিয়েদাদের কোচ আলবের্তো ওরমায়েক্সারের টানা ৩৮ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ভেঙে দিলেন আনচেলত্তি। পাশাপাশি রিয়াল কোচ আনচেলত্তি ৩০০ ম্যাচের মাইলফলকও ছুঁয়ে ফেললেন। মিগুয়েল মুনোজের পর রিয়ালের ইতিহাসে দ্বিতীয় কোচ হিসেবে তিনি এই মাইলফলকের দেখা পেলেন।

You might also like!