Game

6 months ago

Granada-Real: গ্রানাডাকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল রিয়াল

Real continued their winning streak by beating Granada
Real continued their winning streak by beating Granada

 

মাদ্রিদ, ১২মে: গ্রানাডাকে উড়িয়ে জয়ের ধারা অব্যাহত রাখল লা লিগার রেকর্ড চ্যাম্পিয়নরা। শনিবার এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে গ্রানাডাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ফ্রান্সিসকো গার্সিয়া ও আরদা গুলারের গোলে এগিয়ে যায় রিয়াল। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ব্রাহিম দিয়াজ।

এদিন একাদশে ১০টি পরিবর্তন করেন রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি। গত ম্যাচে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলা একাদশের শুধু আন্টোনিও রুডিগারকে নামিয়েছেন আনচেলত্তি। বলা যেতে পারে

বেঞ্চের শক্তিতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ৩৫ ম্যাচ শেষে রিয়ালের সংগ্রহ ৯০ পয়েন্ট। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার সংগ্রহ ৭৩ পয়েন্ট।


You might also like!