বেলগ্রেড, ১৭ সেপ্টেম্বর : সার্বিয়ার বেলগ্রেডে বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ ২০২২ থেকে ছিটকে গেলেন টোকিও অলিম্পিক ২০২০ রুপো পদক বিজয়ী রবি কুমার দাহিয়া। তিনি উজবেকিস্তানের প্রাক্তন এশিয়ান চ্যাম্পিয়ন গুলোমজন আবদুল্লায়েভের কাছে হেরে যান। দাহিয়া ২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক বিজয়ী ছিলেন। তিনি দ্বিতীয় বাউটে প্রাক্তন এশিয়ান চ্যাম্পিয়ন উজবেকিস্তানের গুলোমজন আবদুল্লাহর কাছে ১০-০ পরাডিত হয়েছেন। কমনওয়েলথ গেমস ২০২২ এর চ্যাম্পিয়ন নবীন মালিকও ৭০ কেজি ব্রোঞ্জ পদক প্রতিযোগিতায় বিশ্বের এক নম্বর এর্নাজার আকমাতালিভের কাছে ৪-১ হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে যান।