Game

1 week ago

ICC World Cup 2023 : ফাইনালে অশ্বিনকে খেলানো নিয়ে চর্চা, প্রসন্ন অশ্বিনের পক্ষে

File Picture : Ravi Ashwin
File Picture : Ravi Ashwin

 

আমেদাবাদ, ১৮ নভেম্বর : রোহিত-দ্রাবিড়দের সঙ্গে কথাবার্তার পর পিচে ‘হেভি রোলার’ চালানো শুরু হয়ে গেছে। সেই সঙ্গে বারবার পাশের পিচে বল হিট করে বাউন্স ‘চেক’ করে নেওয়া হচ্ছে। পিচ সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আছে এমন একজন বলেছেন, কালো মাটির পিচে ভারি রোলার চালানোর অর্থ, রান আসবে কিন্তু বিশাল কিছু আসবে না। বরং চকিত টার্ন হবে। বাউন্স থাকবে। তা হলে প্রশ্ন রবিচন্দ্রন অশ্বিন কি ফাইনালে খেলবেন? টিমের যে ছ’জন গত দুদিন নেটে আসছেন তাদের মধ্যে কিন্তু আছেন রবিচন্দ্রন অশ্বিন। যিনি লম্বা সময় নেটে বোলিং ও ব‌্যাটিং, দু’টোই করে যাচ্ছেন। এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম‌্যাচে খেলেছিলেন অশ্বিন। সেই প্রথম, সেই শেষ। তা হলে? তিনি কি শেষ ম‌্যাচে নামবেন আবার? ফিরবেন ফাইনালে? ফিরলে কিন্তু স্মিথ-ওয়ার্নারদের কপালে যে অশেষ দুর্গতি। এনিয়ে বেঙ্গালুরুতে স্পিন কিংবদন্তি এরাপল্লি প্রসন্ন বলেছেন, “জানি না ভারত কী করবে?তবে কিন্তু আমি চাই, ফাইনালটা অশ্বিন খেলুক। ওদের টিমে কয়েক জন বাঁ হাতি ব‌্যাটার আছে।”

You might also like!