দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৎকালীন আন্তর্জাতিক ক্রিকেট খেলার সময় মহেন্দ্র সিংহ ধোনির ‘হেলিকপ্টার শট’বিখ্যাত ছিল। ২০১১ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিসের বিরুদ্ধে ধোনির ম্যাচ জেতানো ছয়ের সেই ‘হেলিকপ্টার শট’এখনো বিশ্বের বহু ব্যক্তি ভুলতে পারেননি। সেই শট এ বার দেখা গেল আমেরিকাতেও। মেজর লিগ ক্রিকেটের ম্যাচে ধোনির কায়দায় ‘হেলিকপ্টার শট’মারলেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান।
উল্লেখ্য,বুধবার রাতে ডালাস শহরে এমআই নিউ ইয়র্ক এবং টেক্সাস সুপার কিংস এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে টেক্সাসের ডোয়েন ব্রাভোর বলে ‘হেলিকপ্টার শট’-এ ছয় মারেন রশিদ তবে তাঁর শটের ধরন ধোনির থেকে খানিকটা আলাদা।
‘হেলিকপ্টার শট’-র ক্ষেত্রে অফ স্টাম্পের সামনে ইয়র্কার লং-অন দিয়ে ছয় মারতেন ধোনি আর সেসময় ব্যাটটি হেলিকপ্টারের চাকার মতো ঘোরাতেন বলে শটের নাম হয় ‘হেলিকপ্টার শট’। তবে ব্রাভোর বল অফ স্টাম্পের বাইরে হাফ ভলি ছিল। সে ক্ষেত্রে ব্যাটটিকে হেলিকপ্টারের পাখার মতোন ঘুরিয়ে ছয় মারেন রশিদ।
সুত্রের খবর, মুম্বইয়ের হয়ে সবচেয়ে বেশি রান করেন রশিদ। ৩০ বলে ৫৫ রান করেন তিনি। পাশাপাশি মোনাঙ্ক পটেলের ৪৮ রানের সৌজন্যে ১৬৩ রান ৮ উইকেট তোলে মুম্বই। তবে টেক্সাসের শক্তিশালী ব্যাটিংয়ের কাছে দাঁড়াতে পারেনি নিউ ইয়র্ক। প্রথম উইকেটেই ডেভন কনওয়ে অপরাজিত ৫১ এবং ফাফ ডুপ্লেসি (৭২) তুলে দেন ১০১ রান আর বাকি কাজ করে দেন অ্যারন হার্ডি অপরাজিত ৪০ রান।