Game

2 weeks ago

Raphael Varane: ফুটবলকে বিদায় জানলেন বিশ্বকাপজয়ী ফরাসি তারকা রাফায়েল ভারানে

Raphael Varane
Raphael Varane

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ফুটবলকে বিদায় জানালেন ফরাসি তারকা রাফায়েল ভারানে। ২৫ বছর বয়সেই তার হাতে উঠেছে ২০১৮ বিশ্বকাপের শিরোপা। গত বিশ্বকাপে ফরাসি রক্ষণের স্থম্ভ ছিলেন ৩০ বছরের এই ফরাসি তারকা ফুটবলার। দেশের জার্সিতে ১০ বছরের ওপর খেলে জিতেছেন ২০২০-২১ ইউয়েফা নেশন্স লিগে খেতাব। ২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেক তার। ৯৩টি ম্যাচ খেলেছেন। বুধবার বিদায়বেলায় ভারানে জানিয়েছেন, ''দেশের জার্সিতে খেলা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। সেই মুহূর্তগুলোর কথা ভুলবো না। মনে হয়েছে এটাই আমার সেরা সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর।'

You might also like!