মাদ্রিদ, ২৯ নভেম্বর : প্রায় এক বছর হল টেনিস অনুরাগীরা তাকে টেনিস কোর্ট-এ দেখার সুযোগ পাননি। তার গ্র্যান্ড স্লাম জিতে কোর্টেই শুয়ে পড়ার সেই দৃশ্য কিংবা ট্রফি হাতে নিয়ে শূন্যে তুলে ধরার দৃশ্য বছরের পর বছর এই মুহূর্তগুলিই যে দেখতে অভ্যস্ত টেনিস প্রেমীরা। অভিষেকের পর গত বছরই সেই প্রথম ফরাসি ওপেনে খেলেননি রাফায়েল নাদাল। জানুয়ারিতে চোট পেয়ে নিজেকে ফিট করে তুলতে পারেননি। নয়তো তার গ্র্যান্ড স্লাম সংখ্যাটা (২২) আরও বাড়তো। সেই সম্ভাবনা তৈরি হয়েছে। কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে কিংবদন্তি রাফায়েল নাদাল তার প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছেন।
জানা গেছে, ক্রিসমাসের পরই অস্ট্রেলিয়ায় যাচ্ছেন রাফায়েল নাদাল। কারণ জানুয়ারিতে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম ইভেন্ট অস্ট্রেলিয়ান ওপেন। আর এই অস্ট্রেলিয়ান ওপেনেই প্রত্যাবর্তন হচ্ছে রাফায়েল নাদালের। এটাই কি তার শেষ টেনিস কোর্টে ফেরা? এই ব্যাপারটা টেনিস প্রেমীদের কাছে কিছুটা ধোঁয়াশা। আগামী মরসুমেই টেনিসকে বিদায় জানাতে পারেন,এমন ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন রাফা। এবার পুরো মরসুম খেলবেন কিনা, সে কথাও তিনি জানাননি। তাহলে কি অস্ট্রেলিয়ান ওপেন খেলেই তিনি অবসর নেবেন?