Game

1 year ago

PV Sindhu injured and disqualified : চোটের কারণে ব্যাডমিন্টনের বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন সিন্ধু

PV Sindhu injured and disqualified
PV Sindhu injured and disqualified

 

নয়াদিল্লি, ১৩ আগস্ট : চোটের কারণে বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু। প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কমনওয়েলথ গেমসে সিঙ্গলসে সোনা জেতার আগেই গোড়ালিতে গুরুতর চোট পান প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন। গোড়ালির অসহ্য যন্ত্রণা নিয়েই ফাইনাল খেলেন এবং সোনা জেতেন। সিন্ধুর বাঁ পায়ের গোড়ালির হাড়ে চিড় ধরেছে। সুস্থ হতে ছয় সপ্তাহ মত সময় লাগবে। কমনওয়েলথ গেমসে দুরন্ত ছন্দে ছিলেন সিন্ধু। তাঁকে ঘিরে বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ভাল ফলের আশায় ছিল ব্যাডমিন্টন মহল। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতেই পারবেন না সিন্ধু। বিশ্বের প্রাক্তন এক নম্বর ব্যাডমিন্টন খেলোয়াড়ের বাবা পিভি রামানা বলেন, ‘‘বার্মিংহাম গেমসেই সিন্ধুর গোড়ালিতে চোট লেগেছে। অসহ্য যন্ত্রণা নিয়েই সেমিফাইনাল খেলেছে। পরে অবশ্য সোনাও জিতেছে।’’ তিনি আরও বলেছেন, ‘‘হ্যাঁ, ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলতে পারবে না। এটা খুবই হতাশজনক। বেশ ভাল ছন্দে ছিল। সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়ন হওয়ার পর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছে। কিন্তু সব কিছু তো আমাদের হাতে নেই।’’

You might also like!