Game 6 months ago

Punjab Kings : আইপিএল: পঞ্জাব কিংসের প্রধান কোচ নিযুক্ত হলেন ট্রেভর বেলিস

Trevar Velis

 

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর : শুক্রবার ট্রেভর বেলিসকে আইপিএল ২০২৩-র জন্য দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করল পঞ্জাব কিংস। বেলিস ইয়ন মরগানের অধীনে ২০১৯ বিশ্বকাপ শিরোপা জেতা ইংল্যান্ড দলের কোচ ছিলেন। সিডনি সিক্সার্সের সাথে ২০১৯ বিশ্বকাপ, ২টি আইপিএল শিরোপা এবং একটি বিগ ব্যাশ লিগ (বিবিএল) শিরোপা জেতার ইংল্যান্ডে বেলিসের অভিজ্ঞতা রয়েছে।

বেলিস এক বিবৃতিতে বলেন, পঞ্জাব কিংসের প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। আমি আইপিএল শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ খেলোয়াড়দের একটি প্রতিভাবান স্কোয়াডের সাথে কাজ করার জন্য উন্মুখ।

অনিল কুম্বলের সঙ্গে তিন বছরের মেয়াদে প্লে-অফ করতে ব্যর্থ হওয়ার পরে ফ্র্যাঞ্চাইজি আর পুনর্নবীকরণ করেনি। গত চার আইপিএলে ষষ্ঠ স্থানে রয়েছে পঞ্জাব কিংস। এই বছরের টুর্নামেন্টে মায়াঙ্ক আগরওয়াল কেএল রাহুলের কাছ থেকে অধিনায়কত্ব নিয়েছিলেন কিন্তু তিনি ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি।

You might also like!