Game

1 week ago

Premier League: প্রিমিয়ার লিগ: শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়ে শীর্ষেই রইল ম্যানচেস্টার সিটি

Manchester City remained at the top with a last-minute goal
Manchester City remained at the top with a last-minute goal

 

ম্যানচেস্টার, ২৩ সেপ্টেম্বর : ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি-আর্সেনাল ম্যাচ মানেই মহারণ। ইতিহাদ স্টেডিয়ামে রবিবারের এই ম্যাচটিতে বড় ম্যাচের উত্তেজনার সব কিছুই ছিল। গোল নিয়ে বিতর্ক, লাল কার্ডে এক দলের ১০ জন হয়ে যাওয়া, এরপর মেজাজ হারিয়ে ধাক্কাধাক্কি— আরও কত কী!

সিটি-আর্সেনালের সেই মহারণটা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলে আর্সেনাল প্রায় জিতেই গিয়েছিল। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে জন স্টোনসের গোলে হার বাঁচালো ম্যানচেস্টার সিটি।এদিন আর্সেনাল জিতলে উঠে যেত পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু ম্যাচটি ২-২ গোলে ড্র হওয়ায় পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে সিটিই রইল শীর্ষে। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আর্সেনাল থাকল চারে।স্টোনসের শেষ মুহূর্তের গোল, সবচেয়ে বেশি খুশি বোধ হয় আরলিং হলান্ড। কারন সিটির জার্সিতে ১০০ গোলের মাইলফলক ছোঁয়ার ম্যাচটাতে তাকে হার দেখতে হয়নি।


You might also like!